নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ও কলকাতা
কলকাতা থেকে ফিরে: ঔপনিবেশিকতার জঠরে জন্ম নেওয়া শহর কলকাতার ইতিহাসে হাত ধরাধরি করে চলে আলো ও অন্ধকার। একদিকে বাবুবৃত্তান্ত, বাঈজি নাচ, বিলাশ ও অপচয়ের ইতিবৃত্ত আর অন্যদিকে সৃজনের ইতিহাস কলকাতার পরস্পরবিরোধী সত্ত্বার প্রতিচ্ছবি।